Previous slide
Next slide

পরিচয়

কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর যা জিডিপিতে ১৯.৬% অবদান রাখে এবং ৬৩% মানুষের চাকুরীর সংস্থান করে থাকে। কিন্তু কৃষি জমির পরিমান অধিক জনসংখ্যার কারনে দিনে দিনে কমে আসছে। এজন্য কৃষিকে লাভজনক এবং কৃষির প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য এনতেজার এগ্রো ক্যামিকেলস্ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা নতুন নতুন প্রযুক্তি ও স্বপ্ল মূল্যে বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের মাঝে সরবরাহ করে থাকি। এনতেজার এগ্রো ক্যামিকেলস্ অধিক উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ মুনাফাও নিশ্চিত করে থাকে।

এনতেজার এগ্রো ক্যামিকেলস্ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। তবে মার্কেটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২০ অগাস্ট ২০২১ সালে শুরু হয়। হেড অফিস ঢাকায় অবস্থিত। রিপ্যাকিং প্লান্টটি ময়মনসিংহ জেলার ভালুকায় ১৫৪.৫ শতক নিজস্ব জায়গার উপর অবস্থিত।