আবাদ ৩২ ডব্লিউপি

(কুইনক্লোরাক ২৮% + বেনসালফিউরন—মিথাইল ৪%)

পরিচিতি

আবাদ ৩২ ডব্লিউপি প্রি এবং পোস্ট—ইমারজেন্স (আগাছা জন্মানোর আগে ও পরে ব্যবহৃত) গুণসম্পন্ন আগাছানাশক।

উপাদান

প্রতি কেজি আবাদ ৩২ ডব্লিউপি—এ ২৮০ গ্রাম কুইনক্লোরাক ও ৪০ গ্রাম বেনসালফিউরন মিথাইল সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

আবাদ ৩২ ডব্লিউপি ধান ক্ষেতের ঘাস, সেজ ও চওড়া পাতা জাতীয় আগাছা দমনে প্রয়োগ করা হয়।

কার্যকারিতা

আবাদ ৩২ ডব্লিউপি একটি সিলেক্টিভ, প্রবহমান, প্রি ও পোস্ট—ইমারজেন্স (আগাছা জন্মানোর আগে ও পরে ব্যবহৃত) আগাছানাশক।

ব্যবহারবিধি

একর প্রতি মাত্রা এলাকাভেদে ১৫০—৩০০ গ্রাম। চারা রোপনের ৫—৯ দিনের মধ্যে ১—২ ইঞ্চি আবদ্ধ পানিতে ভালভাবে আবাদ ৩২ ডব্লিউপি সারের সাথে মিশিয়ে প্রয়োগ করুন এবং ৩—৫ দিন পানি আটকিয়ে রাখুন। এরপর পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন। সেচ এমনভাবে দিতে হবে যেন জমির পানি গড়িয়ে অন্য জমিতে না যায়।

নির্দেশনা

আবাদ ৩২ ডব্লিউপি প্রয়োগ করার পর উক্ত জমিতে ৭—১৪ দিন গবাদি পশু, হাঁস ও মুরগী ঢুকতে দিবেন না। এছাড়া খেয়াল রাখতে হবে, যেন ক্ষেতের পানি বের হয়ে না যায়।

রেজিস্ট্রেশন নং

এপি—৫১৫৬