পরিচিতি
পরিচয়
কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর যা জিডিপিতে ১৯.৬% অবদান রাখে এবং ৬৩% মানুষের চাকুরীর সংস্থান করে থাকে। কিন্তু কৃষি জমির পরিমান অধিক জনসংখ্যার কারনে দিনে দিনে কমে আসছে। এজন্য কৃষিকে লাভজনক এবং কৃষির প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য এনতেজার এগ্রো ক্যামিকেলস্ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা নতুন নতুন প্রযুক্তি ও স্বপ্ল মূল্যে বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের মাঝে সরবরাহ করে থাকি। এনতেজার এগ্রো ক্যামিকেলস্ অধিক উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ মুনাফাও নিশ্চিত করে থাকে।
এনতেজার এগ্রো ক্যামিকেলস্ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। তবে মার্কেটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২০ অগাস্ট ২০২১ সালে শুরু হয়। হেড অফিস ঢাকায় অবস্থিত। রিপ্যাকিং প্লান্টটি ময়মনসিংহ জেলার ভালুকায় ১৫৪.৫ শতক নিজস্ব জায়গার উপর অবস্থিত।
নির্বাহী সদস্যবৃন্দ
মীর জাহাঙ্গীর আলম
ব্যবস্থাপনা পরিচালক
এনতেজার এগ্রো কেমিক্যালস্ শুরুর দিনটিতে ফিরে তাকালে দেখতে পাই যে, এব্যবসা সংক্রান্ত তেমন বেশী প্রত্যাশা না থাকলেও, ভাল কিছু করার স্বপ্নটা ছিল প্রবল। কৃষি ক্ষেত্রে গুনগত মানের পণ্য সরবরাহ এবং বালাইয়ের সঠিক সমাধান দেয়ার মাধ্যমে আমাদের দেশের কৃষকদের মন জয় করাই আমাদের প্রাথমিক স্বপ্ন। আমাদের দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ম্যানেজমেন্ট এবং কর্মীরা মিলে দেশের বাজারকে আমাদের রাসায়নিক বালাইনাশক ও সার পণ্যগুলোর সাথে পরিচয় করার চেষ্টা করে যাচ্ছে, যা কৃষি ক্ষেত্রে নিয়ে আসবে বৈপ্লবিক পরিবর্তন এবং বাড়াবে শস্যের গুনগতমান, পরিমান এবং বৈচিত্র, ইন-শা-আল্লাহ!
আমরা এনতেজার এগ্রো কেমিক্যালস্-এ ক্রমাগত প্রচেষ্টা করে যাচ্ছি যে, নতুন নতুন রাসায়নিক বালাইনাশক ও সার আনয়ন এবং ভিন্ন মাত্রার কৌশল উদ্ভাবনের মাধ্যমে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে যাতে করে তাঁরা কম খরচে সর্বাধিক কার্যকরী সমাধান অর্জন করতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতামূলক মূল্যে আন্তর্জাতিক পণ্য এবং সেবা সরবরাহের মাধ্যমে গ্রাহকের শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করা।
আমরা কৃষিক্ষেত্রে বালাইয়ের বিশ্লেষণ, সমাধান এবং আমাদের গুনগতমানসম্পন্ন পণ্যগুলির মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয়তা মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, নতুন উদ্ভাবনী প্রযুক্তি দিতে পারে প্রয়োজনীয় খা্দ্য নিরাপত্তা, কৃষি বৈচিত্র্য, এবং অর্থনৈতিক স্বাধীনতা যা কৃষকদের ক্ষমতায়নের জন্য আবশ্যক।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এনতেজার এগ্রো কেমিক্যালস্ আমাদের দেশের কৃষি উন্নয়নের পাশাপাশি কৃষি ও কৃষকের আরও ভাল কিছু দিয়ে সহায়তা করতে পারবো।
পরিশেষে, আমি আমাদের মূল্যবান গ্রাহকবৃন্দদের পৃষ্ঠপোষকতা এবং আমাদের কর্মীদের সহযোগিতা কামনা করি । আমরা আগামীতে কৃষকের চাহিদা পূরণের জন্য কৃষি শিল্পের সাথে আমাদের অংশীদারিত্ব আরো বাড়িয়ে একাগ্রতার সাথে কাজ করে যেতে চাই।
মোঃ হাবিবুর রহমান
জেনারেল ম্যানেজার
মোঃ বখতিয়ার হোসেন
জোনাল ম্যানেজার, সাউথ জোন
মোঃ মোয়াজ্জেম হোসেন
জোনাল ম্যানেজার, নর্থ জোন