পরিচিতি
ম্যাগ—জার বিভিন্ন ফসলের জন্য একটি অতি উৎকৃষ্ট মানসম্পন্ন ম্যাগনেশিয়াম সার।
(ম্যাগনেশিয়াম ৯.৫% ও সালফার ১২.৫%)
ম্যাগ—জার বিভিন্ন ফসলের জন্য একটি অতি উৎকৃষ্ট মানসম্পন্ন ম্যাগনেশিয়াম সার।
ম্যাগ—জার —এর প্রতি কেজিতে ৯৫ গ্রাম ম্যাগনেশিয়াম ও ১২৫ গ্রাম সালফার সক্রিয় উপাদান বিদ্যমান।
ধান, গম, ভুট্টা, আখ, আলু, বেগুন, টমেটো, তরমুজ, পান, আম, লিচু, কলা, পেঁপে, মরিচ, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের সব্জী ও ফল এবং কুমড়া, ডাল, মসলা ও তেল জাতীয় ফসল ইত্যাদি ফসলের ম্যাগনেশিয়াম ও সালফারের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়।
ম্যাগ—জার ব্যবহারে গাছের পাতা সবুজ ও সতেজ হয়।
ম্যাগ—জার গাছের শীত সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং অন্যান্য পুষ্টি উপাদান সুষমভাবে গ্রহণে সহায়তা করে।
ম্যাগ—জার দানাদার ফসলের কুশি ও শীষের সংখ্যা বৃদ্ধি করে।
ম্যাগ—জার তেল জাতীয় ফসলে তেল ও চর্বির পরিমান বৃদ্ধি করে।
ম্যাগ—জার ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি করে।
বিঘা (৩৩ শতক) প্রতি মাত্রা ২—৩ কেজি। তবে জমির উর্বরতার তারতম্য এবং ফসলভেদে প্রয়োগমাত্রা কম—বেশী হতে পারে। ম্যাগ—জার জমি তৈরীর সময় ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে ভালভাবে মেশাতে হবে।
ম্যাগ—জার অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে। স্প্রে করতে চাইলে প্রথমে ম্যাগ—জার পানির সাথে একটি পাত্রে মেশাতে হবে। তলানি ফেলে দিয়ে উপরের পানি স্প্রে মেশিনে নিয়ে ফসলে স্প্রে করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন
Copyright © 2021 | স্বর্বসত্ব সংরক্ষিত | Policies
This site is protected by reCAPTCHA and the Google.