সীমাহীন ৪০ ডব্লিউজি

(থায়ামেথোক্সাম ২০% + এমামেকটিন বেনজয়েট ২০%)

পরিচিতি

সীমাহীন ৪০ ডব্লিউজি স্পর্শক, পাকস্থলী ও প্রবহমান গুণসম্পন্ন কার্যকারী কীটনাশক।

উপাদান

প্রতি কেজি সীমাহীন ৪০ ডব্লিউজি—এ ২০০ গ্রাম থায়ামেথোক্সাম ও ২০০ গ্রাম এমামেকটিন বেনজয়েট সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

ধানসহ বিভিন্ন ফসলের মাজরা পোকা দমনের জন্য অধিকতর কার্যকরী।

কার্যকারিতা

প্রবহমান গুণের কারণে সীমাহীন ৪০ ডব্লিউজি স্প্রে করার অল্প সময়ের মধ্যেই গাছের ভেতর ঢুকে সর্বত্র ছড়িয়ে পড়ে গাছকে বিষাক্ত করে। ফলে সীমাহীন ৪০ ডব্লিউজি গাছের ভিতরের ও বাইরের কান্ড ও ফলছিদ্রকারী ও চিবিয়ে খাওয়া পোকাসমূহ সফলভাবে দমন করে।

ব্যবহারবিধি

বিঘা (৩৩ শতক) প্রতি মাত্রা ১০ গ্রাম । ধানের চারা লাগানোর ১৫—২০ দিনের মধ্যে প্রথমবার সারের সাথে মিশিয়ে এবং ৪০—৫০ দিনের মধ্যে দ্বিতীয়বার স্প্রে করে দিতে হবে।

রেজিস্ট্রেশন নং

এপি—৫২৮৯