অসথ্রিন প্লাস ৬ ডব্লিউডিজি

(এ্যবামেকটিন ২% + এমামেকটিন বেনজয়েট ৪%)

পরিচিতি

অসথ্রিন প্লাস ৬ ডব্লিউডিজি স্পর্শক, পাকস্থলী ও স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য বিষক্রিয়াসম্পন্ন কার্যকরী কীটনাশক ও মাকড়নাশক।

উপাদান

প্রতি কেজি অসথ্রিন প্লাস ৬ ডব্লিউডিজি—এ ২০ গ্রাম এ্যবামেকটিন ও ৪০ গ্রাম এমামেকটিন বেনজয়েট সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

বেগুন ও ঢেড়শের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, টমেটো, মরিচ, করলা, পটল, কাকরোল ইত্যাদি ফসলের ফল ছিদ্রকারী পোকা, শিম জাতীয় ফসলের পড ছিদ্রকারী পোকা, আম ও লিচুর ফল ছিদ্রকারী পোকা এবং কুমড়া জাতীয় ফসলের কান্ড ছিদ্রকারী পোকা ইত্যাদি। এছাড়াও অসথ্রিন প্লাস ৬ ডব্লিউডিজি বিভিন্ন ফসলের মাকড় দমনে ব্যবহৃত হয়।

কার্যকারিতা

অসথ্রিন প্লাস ৬ ডব্লিউডিজি স্পর্শক, পাকস্থলী ও স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য বিষক্রিয়া সম্পন্ন বিধায় স্প্রে করার পরই গাছের ভিতর ঢুকে যায়। অসথ্রিন প্লাস ৬ ডব্লিউডিজি—এর বিষক্রিয়ায় পোকা প্যারালাইজড হয়ে যায় ও খাওয়া বন্ধ করে এবং পরবর্তীতে পোকাটি মারা যায়।

ব্যবহারবিধি

প্রতি লিটার পানিতে ১ গ্রাম।

রেজিস্ট্রেশন নং

এপি—৪০৯৩